‘মাকে সন্তষ্ট কর, দুনিয়া-আখেরাতের কোথাও তুমি আটকাবে না’ - মাওলানা আবু তাহের মেসবাহ

লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ১৪ জুন, ২০১৪, ০৩:৫৫:৩৫ দুপুর



আজ তোমাদেরকে শুধু একটি কথা বলার জন্য একত্র করেছি। এই সফরে হারামে নববীতে বসে আমার বন্ধু মাওলানা ইয়াহইয়াকে বললাম, ‘এখন আমি কী ভাবছি জানো? আমি ভাবছি, কীভাবে আমার ছেলেদেরকে বোঝাতে পারি যে, মায়ের দোয়ার ফযীলত কী; মায়ের দোয়া থাকলে কী হয় আর দোয়া না থাকলে কী হয়।

--------

আমি জানি না, কীভাবে বললে, কোন ভাষায় বললে আমার ছেলেরা বুঝতে পারবে এবং মায়ের জন্য জান কোরবান করবে। ওরা যদি বলে যে, আপনার কলিজাটা বের করে দেন, আমরা ওটা চিবিয়ে খাব, তারপর বুঝব, তাহলে আমি আনন্দের সাথে আমার কলিজাটা বের করে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দিব।’ এর অর্থ এই নয় যে, আমি খুব বুঝে গিয়েছি।

--------

তবে এতটুকু বুঝেছি যে, মা ছাড়া সন্তানের কোনো গতি নেই। মা যেমনই হোক মায়ের দোয়া যারা পাবে জীবনে তাদের কোনো ভয় নেই। মানুষ তো মূল্যবান সম্পদ অনেক পয়সা খরচ করে অর্জন করে। আমরা সবাই যেন মায়ের সন্তুষ্টিকে মূল্যবান সম্পদ মনে করি এবং যেকোনো মূল্যে তা অর্জন করার চেষ্টা করি। এই হজ্বের সফরে আল্লাহর কাছ থেকে যা কিছু পেয়েছি, তা সবই আমার মায়ের দোয়ার বরকত। এটা আমাকে আল্লাহ তাআলা হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন। সফরে একজন আমাকে বলল, ‘আপনি শুধু মায়ের কথা বলছেন, বাবার কথা কেন বলছেন না?’ বললাম, ‘ভাই! আমি কী করব?

--------

আমার আল্লাহই শুধু মায়ের কথা বলেছেন’- ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعه كرها ‘মা-বাবার প্রতি সদাচরণ কর কারণ মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন ...।’ দেখুন, মা-বাবা দু’জনের সাথেই সদাচরণের আদেশ করেছেন এরপর আর বাবার কথা নেই, আছে শুধু মায়ের কথা। এর দ্বারা বোঝা যায়, বাবা যা কিছু পাচ্ছেন মায়ের সঙ্গে থাকার কারণে পাচ্ছেন। যেহেতু তিনি মাকে অর্থ দিয়ে, শক্তি দিয়ে সাহায্য করেছেন তাই তিনি কিছু পাচ্ছেন। সুতরাং আমার বাবা যদি আমার মায়ের সাথে ভালো আচরণ না করেন তাহলে তিনি আমার মুহাব্বত পাবেন না। তবে রক্তের হক আছে তাই বেআদবী করব না, আদব রক্ষা করব এবং কোরআন যে আনুগত্যের কথা বলেছে সে আনুগত্য করব।

-------

কিন্তু মুহাব্বত আর করব না। আমার মুহাব্বত পেতে হলে আমার বাবাকে আমার মায়ের মাধ্যমে আসতে হবে। এই কথাটা আমি নিজেকেও বলছি। আমি যদি আমার সন্তানের মুহাব্বত পেতে চাই তাহলে তার মায়ের সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। তোমরা যদি মায়ের মর্যাদা বুঝতে পার তাহলে আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে নিশ্চয়তার সাথে বলতে পারি যে, দুনিয়াতে এবং আখেরাতে কোনোখানে ইনশাআল্লাহ তোমরা আটকাবে না। মাদরাসাতুল মদীনার সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে তাহলে শোন! তোমরা মাদরাসাতুল মদীনার তালিবুল ইলম তখনই হতে পারবে যখন তোমরা মায়ের অনুগত হবে এবং তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। এবার সফরের কোনো প্রস্তুতি ছিল না। আম্মাকে বললাম, আম্মা! আমি কী নিয়ে আল্লাহর ঘরে যাব? আমার ভিতর তো একেবারে খালি। আম্মা বললেন, ‘আল্লায় দিব।’ মায়ের এই দোয়াটা নিয়ে আমি আল্লাহর ঘরে গিয়েছি।

------------

আল্লাহ এত দিয়েছেন যে, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ পদে পদে এত দয়া, এত মায়া, এত মুহাব্বতের আচরণ করেছেন যে, ঐ হাদীসটি বার বার মনে পড়েছে-‘মায়ের চেয়েও আল্লাহর মুহাব্বত বেশি।’ ওখান থেকেই আমার নিয়তে এসেছে, আমি গিয়েই আমার ছেলেদেরকে জমা করব এবং মায়ের দোয়া দিয়ে কী পাওয়া যায় তা বলব। এটা যদি আমার ছেলেদেরকে না বলি তাহলে আর কাদেরকে বলব?

----------

আমার ছেলেদের চেয়ে প্রিয় আমার আর কে আছে? এবারের এ আয়োজনটাও (সবাইকে খেজুর ও যমযম পান করানো) মায়ের দোয়ার বরকত। মাদরাসাতুল মদীনায় তোমাদের কিছু পাওয়ার দরকার নেই। সবাই মাকে খুশি রাখ। মা যদি না পড়লে খুশি হন পড়ো না, আর পড়লে খুশি হলে পড়। মূল উদ্দেশ্য হল, মাকে খুশি করা। আর মাকে কেন খুশি করবে? আল্লাহ বলেছেন তাই। মায়ের খেদমত করা, মাকে খুশি রাখা অর্থাৎ খিদমাতুল ওয়ালিদাইন ও ইহসান ইলাল ওয়ালিদাইন হল মাদরাসাতুল মদীনার নেসাব। এটায় যে পাশ করল সে মাদরাসাতুল মদীনা থেকে পাশ করে গেল।

------------

আর এই নেসাবে যে পাশ করল না সে মাদরাসাতুল মদীনার ছাত্র পরিচয় দেওয়ার-আমি মনে করি-অধিকার রাখে না। আল্লাহ যেন আমার সকল ছেলেকে, এখন যারা আছে তাদেরকে, পিছনে যারা ছিল তাদেরকে, এবং সামনে যারা আসবে তাদেরকে মায়ের খেদমত করার এবং মাকে খুশি করার তাওফীক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে বাঁচানোর জন্য মায়ের মমতাকে জাগিয়ে দিয়েছিলেন। মৃত্যুর সময় মুখে কালিমা জারি হচ্ছিল না। তখন তিনি বললেন, এ ব্যক্তি হয়তো মায়ের সাথে দুর্ব্যবহার করেছে তাই কালিমা জারি হচ্ছে না। ওর মাকে নিয়ে আস।

মাকে বললেন, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। মা বললেন, না আমাকে ও অনেক কষ্ট দিয়েছে, আমি ওকে মাফ করব না। মাফ করবে না? আচ্ছা এক কাজ কর, লাকড়ি জোগাড় করে আগুন জ্বাল। এরপর ছেলেটাকে আগুনে ফেলে দাও। তখন মা বলে কি, আল্লাহ! আল্লাহ! এটা করবেন না! এটা করবেন না! আমি মাফ করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান দুনিয়ার আগুনে জ্বলুক-এটা সইতে পারছ না, কিন্তু তোমার বদ দোয়ার কারণে সে যখন জাহান্নামের আগুনে জ্বলবে তখন সহ্য করবে কীভাবে?

-------------

তো তিনি মায়ের মমতাকে জাগ্রত করে সন্তানকে রক্ষা করেছেন। প্রত্যেক হজ্বের সফরে আমি সঙ্গীদেরকে বলার চেষ্টা করি যে, ‘হজ্ব করতে এসেছেন তো হজ্ব থেকে ফায়দা হাসিল করারও চেষ্টা করুন। হজ্ব থেকে ফায়দা হাসিল করতে হলে আপনার সাথে যে কয়জন নারীর সম্পর্ক আছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আপনার সাথে মায়ের সম্পর্ক আছে, বোনের সম্পর্ক আছে, মেয়ের সম্পর্ক আছে, স্ত্রীর সম্পর্ক আছে। তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে আপনি হজ্বের ফায়দা পাবেন, হজ্বের বরকত পাবেন।’ দেখ, আল্লাহ তাআলাও আমাদেরকে যমযম দান করার জন্য হাজেরা আ.-এর মাতৃত্বকে অসীলা বানিয়েছেন। তাঁর তড়প ও বে চায়নী না হলে যমযম আসত না। অনেক বছর আগে একটা গজল শুনেছিলাম-‘যমযম ক্যায়্যা হ্যায়, এক মা কি তড়প।’ ‘যমযমের হাকীকত কী? শুধু একজন মায়ের ব্যাকুলতা।’ যখনই যমযমের একটা ঢোক পান করি তখনই আমার মনে হয় আমি যেন মাতৃত্বের দান গ্রহণ করছি।

----------

সাফা ও মারওয়ার যে সাঈ এটা তো আসলে মায়ের তড়প। বলতে গেলে পুরো হজ্বটাই নারী সমাজের একটা অবদান পুরুষ সমাজের উপর। মোটকথা, মায়ের প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, কন্যার প্রতি এবং নারী সমাজের প্রতি সদয় হওয়া হজ্বের শিক্ষা।

-----------

মদীনায় পৌঁছে ভিতরটা খুব অন্ধকার মনে হল। যিয়ারতে যাওয়ার সাহস হচ্ছিল না। সবাই গেলেন, কিন্তু আমি যেতে পারলাম না। হারামে নববীতে শুয়ে আছি, হঠাৎ শেষ রাত্রে মনে হল, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, মিয়া! তোমার না মা আছে। তুমি এত চিন্তা করছ কেন? তোমার মায়ের থেকে দোয়া নাও। মায়ের থেকে দোয়া নিলেই আমি তোমার রাস্তা খুলে দিব। মনে হল, আমি এই সম্বোধনটা আমার আল্লাহর কাছ থেকে শুনতে পেলাম। আসমানের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ! তোমার শোকর, তুমি দিলের মধ্যে ঢেলে দিয়েছ। তোমার সম্বোধন আমি বুঝতে পেরেছি। তোমার শোকর। আমি তো কোনো সফরের মধ্যে মায়ের সাথে ফোনে কথা বলিনি, কিন্তু তুমি দিলে ঢেলে দিয়েছ তাই আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলব। মায়ের কাছ থেকে দোয়া নিব।

-----------

এরপর কিন্তু তুমি আর আমাকে না দিয়ে পারবে না। এরপর ফোন করে মায়ের সাথে কথা বললাম, আম্মা! আমার অবস্থা খুব খারাপ। আমি সাহস পাচ্ছি না আল্লাহর নবীর সামনে যেতে। আপনিও তো সালাম পেশ করার দায়িত্ব দিয়েছেন কিন্তু আমি তো যেতে সাহস পাচ্ছি না। আপনি আমার জন্য দোয়া করেন।

আমি এখন রওনা দেব। মা বললেন, ‘আচ্ছা।’ একটিমাত্র শব্দ। আমার মনে হল, ঠাণ্ডা পানি পান করলে যেমন গলা-বুক শীতল করে পানিটা নেমে যায়, তেমনি আচ্ছা শব্দের শীতলতাও আমার প্রতিটি শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে। সমগ্র সত্তাকে শীতল ও স্নিগ্ধ করে দিল একটি শব্দ। আমি অনুভব করলাম, আচ্ছা শব্দের আলোটা আমার ভেতর প্রবেশ করছে আর আমার অন্ধকারগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে।

----------------

আমার সর্বসত্ত্বা পূর্ণ আলোকিত হয়ে গেল মায়ের একটি ‘আচ্ছা’ শব্দ দ্বারা। একজন প্রশিক্ষিত সৈনিক যেমন অস্ত্র হাতে পেলে নির্ভীক হয়ে যায় আমি তেমনি ‘আচ্ছা’ শব্দের অস্ত্রটা পেয়ে নির্ভীক হয়ে গেলাম। আমি রওয়ানা দিলাম। এত তৃপ্তি! এত শা্ন্তি! গিয়ে যখন দাঁড়ালাম মনে হল, আমি যেন দুনিয়ার সবচেয়ে আপন জায়গায় এবং সবচে প্রিয় জায়গায় এসে পড়েছি। জীবনে এমন সুন্দর সালাম মনে হয় আর কখনো পেশ করার তাওফীক হয়নি। আমি আল্লাহকে বললাম, আল্লাহ! আমি মায়ের দোয়া নিয়ে এসেছি। এখন তুমি আমাকে খালি হাতে কীভাবে ফিরিয়ে দিবে!

খালি হাতে ফিরিয়ে দিতে চাইলে তো তুমি মায়ের কথাটা মনে করিয়ে দিতে না। তো আলহামদুলিল্লাহ, ঐ দুরুদ ও সালামের বরকত খুব অনুভব করেছি। তখনই মনে হয়েছে যে, আমার সন্তানদেরকে এটা বোঝাতে হবে। দেখ, আল্লাহ কেমন ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের দিকে মুহাব্বতের নযরে তাকালে তুমি মাকবুল হজ্বের সওয়াব পাবে। কিন্তু মানুষের তো ঐ হজ্বের দরকার নেই, তাদের শুধু দরকার দুই লাখ তিন লাখ টাকা খরচ করে এই হজ্ব করা! তোমরা মায়ের হয়ে যাও। মায়ের হয়ে গেলে আল্লাহর হয়ে যাবে। আর আল্লাহর হয়ে গেলে আল্লাহও তোমাদের হয়ে যাবেন।

----------------

মাকে কখনো কষ্ট দিয়ো না। যে মায়ের অবস্থা এমন যে, সন্তান অসুস্থ হলে তাঁর আর কোনো অসুস্থতা থাকে না, নিজের সকল অসুস্থতার কথা ভুলে যান সন্তানের চিন্তায়-সেই মাকে মানুষ কীভাবে কষ্ট দেয়! আমি অনেক সময় অনেকের জন্য দোয়া করি যে, আল্লাহ তাআলা যেন তোমার প্রতি তোমার মায়ের মুহাব্বত কমিয়ে দেন। কারণ মায়ের অন্তরে যদি তোমার প্রতি বেশি মুহাব্বত থাকে তাহলে জ্বলনও বেশি হবে।

আর তুমি যেহেতু তার মুহাব্বতের মর্যাদা রক্ষা করছ না সুতরাং জ্বলনটা যত বেশি হবে তোমার পক্ষ থেকে অমর্যাদাও তত বেশি হবে। ফলে তুমি ক্ষতিগ্রস্থ হতে থাকবে। তারচে তোমার প্রতি যদি তোমার মায়ের মুহাব্বতটা কমে যায় তাহলে জ্বলনটাও কমে যাবে।

------------

ফলে তুমি একটু রক্ষা পাবে। কিংবা আল্লাহ যেন তোমাকে মুহাব্বতের মর্যাদা রক্ষা করার তাওফীক দান করেন। যাই হোক, তোমরা যদি বাঁচতে চাও তাহলে মায়ের বিষয়টা খেয়াল রাখার চেষ্টা কর।

এটা আমাদের জন্য একটা বিরাট রাস্তা। এই রাস্তায় আমাদের বড় বড় সৌভাগ্য আসতে পারে। আবার এটা আমাদের বরবাদিরও কারণ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- هما جنتك أو نارك মা-বাবা হল তোমার জান্নাত কিংবা জাহান্নাম। অর্থাৎ মা-বাবার মর্যাদা রক্ষা করে কেউ জান্নাতে যাবে আবার মা-বাবার অমর্যাদা করে কেউ জাহান্নামে যাবে। আর আল্লাহ তাআলা তো মুশরিক মা-বাবার সঙ্গেও সদাচরণ করার আদেশ দিয়েছেন। এই পৃথিবীতে তোমাকে নিয়ে ভাববার কেউ নেই। এমনকি বাবাও তোমাকে নিয়ে তেমন ভাবেন না যেমন ভাবেন তোমার মা।

----------

ঘরে ভালো কিছু রান্না হলে তুমি নেই তাই নিজেও খেতে পারেন না। এমন মাকে ভালবাসবে না, সম্মান করবে না তো কাকে করবে! মাকে ভালবাসলে, মাকে সম্মান করলে নিজেই লাভবান হবে। লেখাপড়া শিখতে মেধা লাগে, শ্রম লাগে, অনেক কিছু লাগে, কিন্তু মাকে ভালবাসতে, মাকে সম্মান করতে, মাকে খুশি করতে কিছুই লাগে না। তো বাবারা! মাকে ভালবাস, মাকে সম্মান কর, মাকে সন্তুষ্ট কর এবং মায়ের দোয়া হাসিল কর। তাহলে দেখবে দুনিয়া ও আখেরাতের কোথাও তুমি আটকাবে না। তোমার সন্তান হবে মর্যাদার শীর্ষে। আল্লাহ সকলকে তাওফীক দান করুন। আমীন। [অনুলিখন : মুহাম্মাদ যাহিদুল ইসলাম]

http://www.alkawsar.com/article/242

বিষয়: বিবিধ

২৪৯৪ বার পঠিত, ৬৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234755
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:১১
যুমার৫৩ লিখেছেন : আজ আমার মা দেশ থেকে এসেছেন আমাকে দেখতে। সাথে এনেছেন মাওলানা আবু তাহের মিসবাহের "আল মানার বাংলা আরবী অভিধান" বইটি। আরবী শেখার জন্য বইটি খুব প্রয়োজনীয়। ব্লগে এসে আপনার সৌজন্যে পেয়ে গেলাম মা'কে নিয়ে মাওলানার এই সুন্দর লেখাটি।
Happy
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
181421
আওণ রাহ'বার লিখেছেন : মায়ের সাথে দেখা হবে এ কথাটি শুনেই খুউব ভালো লাগলো আসলে এ যে এক জান্নাতি অনূভুতি।
উনার লিখা এসো আরবী শিখি বইটি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ।
আর তিনার লিখা যতই পড়তেছি আর তিনার কাছে একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি দিনকে দিন।
আমার অন্তরে আলোড়ন করা লিখাটি তাই শেয়ার করলাম।
উনার লিখা বাইতুল্লাহর মুসাফির আমি পড়তে গিয়ে শুধুই ক্রন্দন করি পড়তে পারিনা।
আল্লাহ হুজুর কে আরো লিখার তাওফিক দান করুন।
আমিন।
জাজাকাল্লাহু খাইরান সুন্দর মন্তব্যটির জন্য।
234779
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫৩
সন্ধাতারা লিখেছেন : Awesome writing! I enjoyed thoroughly. I do believe and try to practise every moment in my life. Really fantastic!!!!! Plz try to write continuously.
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
181455
আওণ রাহ'বার লিখেছেন : Assalamualaikum apuji ,
Really the writer wrote very well and it shakes my heart and thats why I share it's in my blog.
Thanks a lot for inspiration.
234780
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫৭
সন্ধাতারা লিখেছেন : I just finished my talking with mom and get your fantastic I am really amazed to see this post. May Allah give us all to obey our duty what he says to perform. Thanks a lot for wonderful writing again. All the best.........
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
181450
সন্ধাতারা লিখেছেন : Have you been lost from your blog?
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
181457
আওণ রাহ'বার লিখেছেন : Apu I am in my blog..
I just go out from home to market for personal reason just saying sorry for late reply...
Please pray for me and also my cousin..
I will pray to you..
১৪ জুন ২০১৪ রাত ০৮:০৫
181458
সন্ধাতারা লিখেছেন : I always pray for two of my little brothers. Thanks again for good sharing it's really heart touching. Selective choice and nice heading. Thanks and doua for original writer as well. You will pray for me to God almighty Allah is not it?
১৪ জুন ২০১৪ রাত ০৮:০৬
181459
আওণ রাহ'বার লিখেছেন : Please apuji this flowers for you




Specially thanks and Jajakallah for nice comments


১৪ জুন ২০১৪ রাত ০৮:১১
181463
আওণ রাহ'বার লিখেছেন : Apuji should pray for you and also for for your familly specially for my little mom....
Jajakallah.....
১৪ জুন ২০১৪ রাত ০৮:১৭
181467
সন্ধাতারা লিখেছেন : I feel melted to get your beautiful flower and lovely comments. Janakallah khairan.
234793
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগল, শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ।
১৪ জুন ২০১৪ রাত ০৮:০৮
181460
আওণ রাহ'বার লিখেছেন : প্রেরনার সাথী হিসেবে আপনাকে সব সময় পাই ভাইয়া।
আপনাকেও অনেক শুকরিয়া।


234810
১৪ জুন ২০১৪ রাত ০৮:২৩
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের সকলের উচিত মায়েদের দিকে খেয়াল রাখা। সুন্দরী বধু পেয়ে যেন মা কে ভূলে না যায়।
১৪ জুন ২০১৪ রাত ০৮:২৬
181479
আওণ রাহ'বার লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া
সুন্দরী বধু পেয়ে যেন মা কে ভূলে না যায়।

মহান আল্লাহ আমাদের সবাইকে মায়ের খেদমত করার পূর্ণ তৌফিক দান করুন। আমিন।
জাজাকাল্লাহু খাইরান।
234845
১৪ জুন ২০১৪ রাত ১০:০২
চক্রবাক লিখেছেন : মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ধন্যবাদ লেখাটা শেয়ার করার জন্য। Good Luck
১৫ জুন ২০১৪ সকাল ০৮:১৪
181609
আওণ রাহ'বার লিখেছেন : আমিও আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
মায়ের ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত।
জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
234846
১৪ জুন ২০১৪ রাত ১০:০৪
হতভাগা লিখেছেন : ''আমি ভাবছি, কীভাবে আমার ছেলেদেরকে বোঝাতে পারি যে, মায়ের দোয়ার ফযীলত কী; মায়ের দোয়া থাকলে কী হয় আর দোয়া না থাকলে কী হয়। ''

০ মায়েরা মনে হয় শুধু ছেলেদের জন্মদান করেন । মেয়েদের না । মেয়েরা মনে হয় অন্য উপায়ে দুনিয়াতে আসে । হয়ত আসমান থেকে সরাসরি ধরনীতে নামে।

'' আমি জানি না, কীভাবে বললে, কোন ভাষায় বললে আমার ছেলেরা বুঝতে পারবে এবং মায়ের জন্য জান কোরবান করবে।''

০ শুধু ছেলেদের জন্মদান করেন বলেই উনাদের চাওয়া ছেলেদের কাছে হবে - এটাই স্বাভাবিক ।

'' এর দ্বারা বোঝা যায়, বাবা যা কিছু পাচ্ছেন মায়ের সঙ্গে থাকার কারণে পাচ্ছেন। যেহেতু তিনি মাকে অর্থ দিয়ে, শক্তি দিয়ে সাহায্য করেছেন তাই তিনি কিছু পাচ্ছেন।''

০ বাবার শুক্রানু ছাড়া কি মায়ের একার পক্ষে সম্ভব ছেলে জন্মদান করা ? (যদিও ঈসা আঃ আল্লাহর অশেষ কুদরতের একটা নমুনা ছিলেন )। এখানে মায়ের কষ্ট করার কথা স্মরন করানি হয়েছে মানেই যে বাবাকে এক সাইডে সরিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয় ।

'' রাব্বির 'হামহুমা কামা রাব্বাইয়ানি ছোয়াগিরা'' - মানে বোঝেন তো ?

''মা বললেন, না আমাকে ও অনেক কষ্ট দিয়েছে, আমি ওকে মাফ করব না। ''

০ কেন সে মাকে কষ্ট দিয়েছে এর কারণ কি কেউ তলিয়ে দেখে ? নাকি কেন হয়েছে তা না খতিয়ে ফলাফল কি এটা নিয়েই সবাই ছেলেকে মজাছে দুষে ?


''মোটকথা, মায়ের প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, কন্যার প্রতি এবং নারী সমাজের প্রতি সদয় হওয়া হজ্বের শিক্ষা ''

০ ইসমাইল (আঃ) যখন শিশু ছিলেন উনাকে নিয়েই তো উনার মায়ের এই পেরেশানী হজের মৌসুমে আমরা স্মরন করি । জমজম কুয়া কিন্তু শিশু ইসমাইল (আঃ) এর পায়ের আঘাতে আল্লাহর হুকুমে তৈরী হয়েছিল । তখন কিন্তু ইব্রাহীম (আঃ) এর আরেক স্ত্রীও জীবিত ছিলেন যিনি পরে ইসহাক (আঃ) এর মা হন ।

কেন এতটা কষ্ট উনাকে করতে হয়েছিল উনার আরেকজন সতীন থাকা সত্ত্বেও ? এসবই ছিল আল্লাহর ইচ্ছা , যা তিনি করতে চেয়েছিলেন ।

মাকে নিয়ে বলেছেন একেবারেই ঠিক আছে । যেহেতু স্বামী ও স্ত্রীর মিলনের ফলে শুধু ছেলেই জন্মে , তাই মায়ের প্রতি ছেলেদেরকেই শ্রদ্ধাশীল হতে হয় এবং বেশীর ভাগ ছেলেরাই তাই করে ।

এখানে বা ছাড়া অন্য নারীকে ইনক্লুড করার কি আছে , উনারা তো সরাসরি আসমান থেকে এসেছেন । আর তারা তো মা নন !
১৫ জুন ২০১৪ রাত ১২:০৭
181553
সত্যলিখন লিখেছেন : সব খানে আপনি আলপিনমারা মন্তব্য না করে থাকতে পারেন না?
১৫ জুন ২০১৪ সকাল ০৮:২২
181610
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া বিশ্লেষনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথমবারের মত আমার ব্লগে আপনাকে আপ্যায়ন..




১৫ জুন ২০১৪ সকাল ০৮:৫২
181617
হতভাগা লিখেছেন : এটা আলপিন কিভাবে ? আলপিন কি এত বড় হয় ?
234881
১৪ জুন ২০১৪ রাত ১১:১৬
চিরবিদ্রোহী লিখেছেন : মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের বাংলা লেখার প্রসংশা করাও এখন আদিখ্যেতার মতো। ভালো হয়েছে বলতেও লজ্জা লাগে- খারাপটা হলো কবে!

ধন্যবাদ চমৎকার একটি লেখা শেয়ার করার জন্য।
জাযাকাল্লাহু খইর
১৫ জুন ২০১৪ সকাল ০৮:২৯
181614
আওণ রাহ'বার লিখেছেন : হা জনাব তার লিখিত বাইতুল্লাহর মুসাফির না পড়ে থাকলে অনুরোধ রইলো পড়বেন......
আজ পড়লে মনে হবে যে কালকে হজ্বে দৌড় দেই।
আল্লাহ তিনার খেদমতকে কবুল করে নিন।
আপনাকেও শুকরিয়া মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইরান।
234892
১৪ জুন ২০১৪ রাত ১১:৪১
শাহ আলম বাদশা লিখেছেন : প্রিয়তে নিলাম, পরে পড়ে নেবো।
১৫ জুন ২০১৪ সকাল ০৮:৪১
181615
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
234895
১৪ জুন ২০১৪ রাত ১১:৫৯
আলোর আভা লিখেছেন : মা হল দুয়ার গাছ তাই মা জিবীত থাকতেই যত পারেন দুয়া আদায় করে নেন ।আমরা তো পুড়া কপাল অল্প বয়সে মাকে হাড়িয়েছি তাই মাকে নিয়ে কোন লেখা পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না । অনেক ভাল লাগল ধন্যবাদ ভাইজান ।

১৫ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
181666
আওণ রাহ'বার লিখেছেন : অল্প বয়সে মা হারালেওতো এখন আপনার ছোট মা আছে আপু,
কপাল ভালো আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপানাকে ভালো মা হওয়ার তৌফিক দান করুন আমিন।
আপনাকে কতযুগ পড় দেখলাম ??(!!!)
সবাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্লগে থাকুন অন্তত মাঝে মাঝে হলেও।
অনেক ধন্যবাদ আপু।
১৬ জুন ২০১৪ রাত ০১:১০
181853
আলোর আভা লিখেছেন : সেই মাও আমার কাছে থাকে না ।আমি থাকি সুইডেন সে থাকে ইংল্যান্ড ।বছরে একবার আসে স্যামারে ২ মাসের জন্য ।

আপনার দুয়া আল্লাহ কবুল করুক ।

ব্লগে আমি থাকতে চাই ইনশা আল্লাহ চেষ্টা করব ।
১৬ জুন ২০১৪ রাত ১১:১৯
182134
আওণ রাহ'বার লিখেছেন : ২ মাস তো অনেক সময়।
আলহামদুলিল্লাহ ......
আসুন নিয়মিত হোন ব্লগে।
নতুন পোষ্ট লিখুন আমরা শিখি।


আপনাদের দেখা হলে এরকম ঈদ এর মত আনন্দ হয়।
Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
১১
234897
১৫ জুন ২০১৪ রাত ১২:০৯
সত্যলিখন লিখেছেন : আমার মত মা বাবা হারা এতিম আল্লাহ আর কাউকে কর না ।
১৫ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
181667
আওণ রাহ'বার লিখেছেন : আমার মনে একটা কষ্ট আছে যে বাবা কি আমি বুঝিনা।
তবে আপনিতো আরো দু:খী ছিলেন আমার থেকেও।
আল্লাহ আপনাকে উত্তম মামনি হিসেবে কবুল করুন।
আমিন।
অনেক শুকরিয়া জাজাকাল্লাহু খাইরান ।
১২
234935
১৫ জুন ২০১৪ রাত ০৩:৩১
আবু তাহের মিয়াজী লিখেছেন : হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত

মুগ্ধতা ছড়ানো একটি পোস্ট! খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
১৫ জুন ২০১৪ দুপুর ১২:৪৮
181668
আওণ রাহ'বার লিখেছেন :
তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত

জাজাকাল্লাহু খাইরান সুন্দর মন্তব্যটির জন্য।
১৩
234954
১৫ জুন ২০১৪ সকাল ০৫:৫৮
লেখার আকাশ লিখেছেন : পড়লাম এবং প্রিয়তে রাখলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৫ জুন ২০১৪ রাত ১০:১৮
181813
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
শুকরিয়া আপু এই অধমকে প্রিয়তে রাখার জন্য।
আপনিও আমার প্রিয় লিস্টে।


১৪
235075
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৪৬
জীবন রাহমান লিখেছেন : মাকে ভালবাস, মাকে সম্মান কর, মাকে সন্তুষ্ট কর এবং মায়ের দোয়া হাসিল কর। তাহলে দেখবে দুনিয়া ও আখেরাতের কোথাও তুমি আটকাবে না।
১৫ জুন ২০১৪ রাত ১০:২০
181815
আওণ রাহ'বার লিখেছেন :
মাকে ভালবাস, মাকে সম্মান কর, মাকে সন্তুষ্ট কর এবং মায়ের দোয়া হাসিল কর। তাহলে দেখবে দুনিয়া ও আখেরাতের কোথাও তুমি আটকাবে না।

লেখক গভীর উপলব্দির প্রকাশ করেছেন।
আমারো ভালো লেগেছে লাইন কয়েকটি।
১৫
235076
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৪৬
জীবন রাহমান লিখেছেন : অনেক ধন্যবাদ
১৫ জুন ২০১৪ রাত ১০:২১
181816
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও অনেক শুকরিয়া।
১৬
235078
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৪৮
জীবন রাহমান লিখেছেন : মা কথাটি ছুট্ট অতি কিন্তু যেন ভাই
ইহার ছেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।
১৫ জুন ২০১৪ রাত ১০:২৭
181817
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো কথাটি পড়ে।
লিখাটি আপনার এত ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগলো
১৭
235122
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২০
ইয়াফি লিখেছেন : জীবনযুদ্ধে জয়ী হবার এক কৌশল শিখিয়ে দিলেন! ধন্যবাদ
১৫ জুন ২০১৪ রাত ১০:২৭
181818
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও শুকরিয়া পড়া এবং মন্তব্য করার জন্য।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৮
235199
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার সর্বসত্ত্বা পূর্ণ আলোকিত হয়ে গেল মায়ের একটি ‘আচ্ছা’ শব্দ দ্বারা। একজন প্রশিক্ষিত সৈনিক যেমন অস্ত্র হাতে পেলে নির্ভীক হয়ে যায় আমি তেমনি ‘আচ্ছা’ শব্দের অস্ত্রটা পেয়ে নির্ভীক হয়ে গেলাম। আমি রওয়ানা দিলাম। এত তৃপ্তি! এত শা্ন্তি! গিয়ে যখন দাঁড়ালাম মনে হল, আমি যেন দুনিয়ার সবচেয়ে আপন জায়গায় এবং সবচে প্রিয় জায়গায় এসে পড়েছি। জীবনে এমন সুন্দর সালাম মনে হয় আর কখনো পেশ করার তাওফীক হয়নি। আমি আল্লাহকে বললাম, আল্লাহ! আমি মায়ের দোয়া নিয়ে এসেছি। এখন তুমি আমাকে খালি হাতে কীভাবে ফিরিয়ে দিবে!

মাকে নিয়ে আপনার লিখাটা অনুভুতিপর্ন। ভাল লেগেছে। আচ্ছা আপনি কোথায় থাকেন এটাতো জানা হলোনা। ধন্যবাদ।
১৫ জুন ২০১৪ রাত ১০:৪৫
181822
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া লেখক খুব ভালো লিখেছেন আলহামদুলিল্লাহ।

এটা লেখকের লিংক পড়ে দেখতে পারেন ওনার আরো লিখা আছে।
হজ্ব এর সফর নিয়েও.
http://www.alkawsar.com/author/mawlana-abu-taher-meshah
জাজাকাল্লাহ ভাইয়া।
আর আমি থাকি ঢাকায়........।
আপনার মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়।
১৯
235268
১৬ জুন ২০১৪ রাত ১২:০৪
পবিত্র লিখেছেন : আল্লাহ লেখকের খিদমত কবুল করুন ও হায়াতে তাইয়্যেবা দান করুন। আমীন! Praying Praying Praying Praying

অতি গুরুত্বপূর্ণ ও অসাধারণ লিখাটি শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইরান।


১৬ জুন ২০১৪ রাত ১০:৫৬
182117
আওণ রাহ'বার লিখেছেন :
আল্লাহ লেখকের খিদমত কবুল করুন ও হায়াতে তাইয়্যেবা দান করুন। আমীন!



বারাকাল্লাহু ফীক....
২০
235272
১৬ জুন ২০১৪ রাত ১২:১২
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : উনি এমন একজন লেখক যার প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শুধু এতটুকুই বলব আল্লাহ যেন তার মত আরবী ও বাংলা ভাষার গভীর ইলম ও মেধা যেন আমাকে দান করেন।
১৬ জুন ২০১৪ রাত ১০:৫৯
182118
আওণ রাহ'বার লিখেছেন : আপনার দোয়া আল্লাহ কবুল করেন আমিন..


২১
235496
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
আফরা লিখেছেন : অনেক সুন্দর একটা লেখা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।মা ছাড়া জীবন কল্পনাই করতে পারি না ।
১৬ জুন ২০১৪ রাত ১১:০৫
182119
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও অনেক শুকরিয়া।
আপনার মায়ের জন্যও অনেক দোয়া রইলো।
হা মা ছাড়া একটা মূহুর্তও আমি কল্পনা করতে পারিনা।
ভাবি মা না যদি না থাকে কিভাবে কি করবো?
কিছুদিন আগে মা বেড়াতে গিয়েছিলেন আমার একা একা কি কান্না সারারাত কান্না ...।



২২
235505
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : মা যে কি জিনিস..কে কি বুঝে জানিনা। তবে আমি বিয়ের পর হারে হারে টের পাচ্ছি। আমার মাথায় ঢুকেনা মানুষ কতটা নীচে নামলে বাবা মায়ের সাথে খারাপ আচরন করতে পারে!!
১৬ জুন ২০১৪ রাত ১১:১৫
182126
আওণ রাহ'বার লিখেছেন : এই প্রথম আমার ব্লগে এলেন।
এর জন্য শুকরিয়া আর আমি মনে মনে চেয়েছিলাম যে আপনি এ পোষ্টটিতে কমেন্টস করবেন।
আপনার পদচারনা বারবার এ ভাংগা বাড়িতে চাই।
অনেক শুকরিয়া আপু।


২৩
235687
১৭ জুন ২০১৪ সকাল ১০:৩৭
জোনাকি লিখেছেন : থ্যাংক্স ফর শেয়ারিং।
১৮ জুন ২০১৪ রাত ১২:০৬
182551
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Happy Happy
২৪
237097
২১ জুন ২০১৪ সকাল ১০:৪৭
আব্দুল গাফফার লিখেছেন : লেখা খানা পডে মনটা খারাপ হয়ে গেল Sad মাকে অনেক মিস করি ৮ বছর পর দেশে এসেও মাকে সময় দিতে পারিনি ।
আমি টাকা চাইনা,পয়সা চাইনা
চাই যে তোরে মা, তোর মত আপন
কেউ হবেনা,এই দুনিয়ায়
আপনাকে অনেক ধন্যবাদ Good Luck
২৩ জুন ২০১৪ সকাল ০৫:৪০
184330
আওণ রাহ'বার লিখেছেন : আপুর কমেন্টসটি খুব ভালো লেগেছে:
আলোর আভা লিখেছেন : মা হল দুয়ার গাছ তাই মা জিবীত থাকতেই যত পারেন দুয়া আদায় করে নেন

মায়ের দোয়া নিয়ে নিন ভাই মন ভরে।
জাজাকাল্লাহু খাইরান সুন্দর মন্তব্যের জন্য।
২৫
239729
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : মা’কে নিয়ে লেখাটা পড়লাম... অনেক ভাল লাগলো ... ভাবছি- আসলেই আমরা মা বা বাবার জন্য কতটা করি...?
২৮ জুন ২০১৪ রাত ০৮:২২
186011
আওণ রাহ'বার লিখেছেন : আমিও চেষ্টা করি যাতে তাদের কষ্ট না হয়।
কিন্তু অলসতার জন্য কত কি করতে পারিনা।
তবে এটা ঠিক মা সন্তুষ্ট হলে দুনিয়া আখিরাত কোথাও আমি আটকাবোনা।
আমার মা আমার জান্নাত।
আপনাকে অনেক ধন্যবাদ এ ব্লগ বাড়িতে আসার জন্য।
আর এখানেও লিখুন সামুর মত।Good Luck Good Luck Good Luck
২৬
239848
২৯ জুন ২০১৪ সকাল ০৫:৩৮
প্যারিস থেকে আমি লিখেছেন :
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে।
২৮ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
193523
আওণ রাহ'বার লিখেছেন :


ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে রান্নাঘড়ের প্রতিটি হাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।

Good Luck Good Luck Good Luck
শুভেচ্ছা সতত।
২৭
240264
৩০ জুন ২০১৪ দুপুর ০১:২৩
প্রবাসী মজুমদার লিখেছেন : মাকে নিয়ে দেয়া পোস্টটি দারুণ লেগেছে। অনেক তথ্য আর যুক্তি দিয়ে সাজানো এ ব্লগ দেয়ালে একজন শ্রেস্ঠ মায়ের অবদান তুলে ধরায় ধন্যবাদ আপনাকে।
২৮ জুলাই ২০১৪ রাত ০৮:১৯
193524
আওণ রাহ'বার লিখেছেন :


ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে রান্নাঘড়ের প্রতিটি হাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।

Good Luck Good Luck Good Luck
শুভেচ্ছা নিরন্তন ভালো রাখুন আল্লাহ আপনাকে চিরন্তন।
২৮
320331
১৬ মে ২০১৫ দুপুর ১২:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর পোস্ট। ভালো লাগলো অনেক ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৮ রাত ১০:৪৮
317362
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File